প্রকাশিত: Sun, Dec 31, 2023 11:11 AM
আপডেট: Wed, Jul 2, 2025 10:34 AM

[১]আটক ফিলিাস্তিনিদের নগ্ন করে সিগারেটের ছেঁকা দিত ইসরায়েলি সেনারা

সাজ্জাদুল ইসলাম: [২] ফিলিস্তিনের আপন তিন ভাই সোবহি ইয়াসিন, সাদি ও ইব্রাহিম। গাজার রাফাহ এলাকার একটি বিদ্যালয়ে স্থাপন করা শরণার্থীশিবিরে এখন তারা আছেন। এই তিন ভাইয়ের সঙ্গে সম্প্রতি কথা হয়েছে রয়টার্সের। আরও অনেক ফিলিস্তিনির মতো এই তিন ভাইকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী। সূত্র: আল-আরাবিয়া

[৩] ইসরায়েলের কারাগারে তাদেরকে ভয়ংকর নির্যাতনের শিকার হতে হয়েছে। এই তিন ভাই জানান, আটকের পর ইসরায়েলি বাহিনীর সদস্যরা তাদের মারধর করেতো। শুধু তাই নয়, নগ্ন করে সিগারেটের আগুনের ছেঁকা দিতো। আবার কখনো তাদের শরীরে প্রস্রাব করে দিত দেশটির সেনারা। 

[৪] শরণার্থীশিবিরে আরও অনেকেই এই তিন ভাইয়ের মতো ইসরায়েলি বাহিনীর নির্যাতনের শিকার ও অশোভন আচরণের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন । তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের দপ্তর থেকে দেওয়া এক লিখিত প্রতিক্রিয়ায় বলা হয়েছে, আটক ব্যক্তিদের সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে আচরণ করা হয়। সম্পাদনা: ইকবাল খান